 
																
								
                                    
									
                                 
							
							 
                    কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে ১০০ গ্রাম গাঁজাসহ ফিরোজ মোড়ল (৩৪) কে আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের দিকে তার বাড়ীর সামনে থেকে তাকে আটক করে পুলিশ। ঘটনায় পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের রুটিন অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে পেট্রোল ডিউটিতে থাকাকালীন কাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিরোজ মোড়লকে ১০০ গ্রাম গাঁজাসহ তার বাড়ীর সামনে থেকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।