বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত এক আসামী এবং নিয়মিত মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে শুক্রবার এএসআই আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা-৩৫৪/১৮ এর আসামী উপজেলার একসরা গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে ইস্রাফিলকে আটক করেন। অপরদিকে, এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা নং-২(১০)২২ এর সন্দিগ্ধ আসামী বারিক মোল্যার ছেলে আরাফাত হোসেন (২৫) ও আইয়ূব আলী বিশ্বাসের ছেলে মুক্তাজুল বিশ্বাস (২৬) কে চাঁপড়া এলাকা হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে শুক্রবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।