বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আগরদাড়ি রহিমীয়া জামে মসজিদে এ ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আয়োজনে ওয়াজ ও মিলাদ মাহফিলে মহানবী (সঃ) জীবনী নিয়ে আলোচনা করেন, আগরদাড়ি দক্ষিনপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া ইকবাল ও মাওলানা আরিফুল্লাহ। আগরদাড়ি রহিমীয়া জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশ, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, অধ্যাপক আব্দুল মান্নানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা সোলায়মান আজিজী।