 
																
								
                                    
									
                                 
							
							 
                    খুলনা প্রতিনিধি ॥ বি এন পির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে গত কাল বেলা ১১ টায় খুলনা মহা নগরীর কেডি এ ঘোষ রোডে জেলা বিএনপি ও মাহনগর বিএনপির যৌথ উদ্যোগে গন অন শন কর্মসূচি পালন হয়েছে। পবিত্র কোরআান তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনশন কর্মসূচি। দুপুর ২টা পর্যন্ত অন শন কর্মসূচি পালন হয়েছে। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এডঃ শফিকুল আলম মনার সভাপতিত্বে গন অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বি এন পির জাতীয় নির্বাহি কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। দলটির কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পেশাজীবি নেতৃবৃন্দ। অনশন কর্মসূচি পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।