রমজান নগর (শ্যামনগর) প্রতিনিধি ॥ কৈখালী মাস্টার সোহরাব আলী হাফিজিয়া মাদ্রাসা স্হাপনে সুধী সমাবেশ অনুষ্ঠিত। শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ের জয়াখালী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, মরহুম মাস্টার সোহরাব আলী’র সপ্নপূরণে ও রুহের মাগফিরাত কামানায় জয়াখালী নিজ বাড়ী মাজার সংলগ্নে হাফিজিয়া মাদ্রাসা সুধি সমাবেশ করা হয়। ১৩ ই অক্টোবর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জয়াখালী মাস্টার সোহরাব আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাওঃ বনি আমীন নিজামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নূর ইসলাম মোড়ল, শিক্ষক মাওঃ রুহুল আমীন, সাংবাদিক গাজী নূরুল আমীন, সার্ভেয়ার এম আল আমীন মেহেদী, গাজী মিজানুর রহমান, সাংবাদিক গাজী খালিদ সাইফুল্লাহ, ডাঃ আব্দুল্লাহ খকন, ইব্রাহিম তরফদার, অমেদ আলী,গফুর মোড়ল প্রমূখ। মরহুম মাস্টার সোহরাব আলী একজন সমাজ সংস্কারক হিসাবে ধর্মীয় অনুশাসন, শিক্ষক, জনপ্রতিনিধি, রেজিস্টার (কাজী), মসজিদের ইমাম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ বহু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৪ সালে নিজ বাড়ীতে মৃত্যুবরন করেন।পরিশেষে উনার রহুের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।