রমজান নগর (শ্যামনগর) প্রতিনিধি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগ সরকারের উন্নয়ন সফলতা প্রচারে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন’র সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় ভেটখালী বাজারে স্থানীয় ব্যবসায়ী সহ সকল শ্রেণীপেশার মানুষের কাছে লিফলেট বিতরন করেন সাতক্ষীরা ৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। গণসংযোগকালে তিনি, আ’লীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প: পদ্মা সেতু বাস্তবায়ন, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ে, রূপসা রেল সেতু, বিদ্যুৎ খাতে অভূতপূর্ণ উন্নতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নের চিত্র ও সফলতা প্রচার করেন। একই সাথে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বাংলাদেশ আ’লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।