এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে “বঙ্গকন্যা হাসিনা ও উন্নয়ন শীর্ষক” আলোচনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জামালনগর মিশন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে নারী সমাবেশের উদ্বোধন করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদা আক্তার বানু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীলা তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবম মোসাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভিন শাপলা, দপ্তর সম্পাদক রাবেয়া পারভীন, কার্যকরী সদস্য ফাহিমা আক্তার, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমূখ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজা খাতুন তমার সঞ্চালনায় এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি শুধু বিশ্ব মানবতার মা নয় নারীদের অধিকার বাস্তবায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নারী উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছেন। যার কারণে নারীরা আজ স্বাবলম্বী হয়ে নিজেদের সংসারসহ দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তিনি অসহায় নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জানান।