বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পবন কুমার চৌধুরীর জীবনাবসান ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে তার মৃত্যু হয়। আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের মৃত ভুপেন্দ্রনাথ চৌধুরীর ২য় পুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক পবন কুমার চৌধুরী (৬৮) কিডনী ও হার্টের সমস্যা জনিত কারনে চিকিৎসাধীন ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ (রবিবার) তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশসহ বহু রাজনৈতিক নেতাকর্মী, প্রাক্তন সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষর্থীসহ সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখতে গুনাকরকাটি গ্রামে মৃত পবন চৌধুরীর বাড়িতে গমন করেন।