বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় প্রধানমন্ত্রী’র উপহার পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর শনিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন তহবিল হতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পানির ট্যাংকি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর উপহার ৩০টি পানির ট্যাংকি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ প্রমুখ।