মীর আবু বকর ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটারী কমিশন মূলত বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়ামের মূল্য নির্ধারণ করেন। একটির সাথে আরেকটির বিরোধ নিষ্পত্তি করা হয়। শুধু তাই নয় সকল সিএনজি স্টেশনের লাইসেন্স প্রদান করে। প্রতিমাসের ২ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটারী কমিশন মূল্য নির্ধারণ করে দেন।বাংলাদেশ এনার্জি রেগুলেটারী কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি চেয়ারম্যান নুরুল আমিন আরো বলেন, এক সময় মা-বোনদের চুলার আগুনে রান্না করতে হতো। এখন যুগের সাথে অনেক পরিবর্তন হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের মাধ্যমে গ্রাম এলাকায়ও রান্না করা হয়। বর্তমান সরকার মানুষের সুবিধার জন্য গ্যাসের মূল্য কমিয়ে দিয়েছে। বিনা কারণে কেউ গ্যাস ও বিদ্যুৎ নষ্ট করবেন না, আপনাদের দায়িত্ববান হতে হবে। কোন ব্যবসায়ী বা ডিলার সরকারের বেদে দেওয়া নিয়মের বাইরে যাবেন না। সে ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। স্বল্প লাভের এ সকল পণ্যগুলি বিক্রয়ের চেষ্টা করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মাসরুবা ফেরদাউস, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা ওযেপার্টিকো নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন রহমান, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জিয়াউর রহমান, সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, ভোক্তা অধিদপ্তরের সদস্য প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, জেলা গ্যাস ব্যবসায়ী সমিতির সাধাঃ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি,গ্যাস ব্যবসায়ী জাকির হোসেন লস্কর শেলী, এ এন এম মাকসুদ খান, মোজাহার পেট্রোল পাম্পের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, আলিপুর ফিলিং স্টেশন এর পরিচালক আবু নাসের মোঃ আবু সাঈদ সহ জেলার সকল ফিলিং স্টেশন পরিচালনাকারী ও গ্যাস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।