বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে দিনে দুপুরে মুদি দোকানে চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় জিল্লুর রহমানের মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। জানাগেছে, শুক্রবার জুম্মার নামাজের জন্য মুদি ব্যবসায়ী জিল্লুর রহমান দোকানের সার্টার বন্দ করে পাশ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন তার দোকানের সার্টার খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় আছে। সাথে সাথে জিল্লুর রহমান দোকানে পৌছে দেখেন দোকানের সার্টার খোলা, মালামাল এলোমেলো এবং দোকানের ড্রয়ারে রাখা এক লাখ চল্লিশ হাজার টাকা উধাও। দোকানের সিসি টিভিতে চোরের ছবি স্পষ্ট দেখে বিষয়টি তিনি সাথে সাথে বাজার কমিটিকে অবহিত করেন। চোরকে সনাক্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান মুদি ব্যবসায়ী জিল্লুর রহমান।