স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সুলতানপুর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সুলতানপুর বাজারে নবনির্বাচিত কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু। তিনি বলেন সকল ভেদাবেদ ভুলে গিয়ে সকলকে এক সাথে নিয়ে কাজ করতে হবে। সুলতানপুর বড় বাজারে কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতি খুব গুরুত্বপূর্ণ। সমিতির উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। বক্তব্য রাখেন অত্র সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক মো: রজব আলী খাঁ, সাবেক সভাপতি কাজী কামরুল ইসলাম বাদশা, মাংস ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অলিউল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আসম আব্দুর রব, মুদি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নেতা শেখ মিয়ারাজ, ফজর আলী মন্ডল, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান, মো: ফজলুর রহমান, মো: ইলিয়াস, আবু সাঈদ, মতিয়ার রহমান শফিকুল ইসলাম, রায়হান গাজী, সহ সকল ব্যবসায়ী ও পুরাতন কমিটির নেতৃবৃন্দ।