বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ৩০ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। ঘটনা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৯টায় বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ বন টহল ফাড়ির সদস্যরা পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে সদ্য ছেলা আনুমানিক ৩০ কেজি হরিনের মাংস সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের হান্নান শেখের পুত্র শামিম শেখ (২৬) ও একই গ্রামের জব্বার গাজীর পুত্র ইসমাইল গাজী (৩০)। এসময় একই গ্রামের গণি সানার পুত্র শাহ আলম ও তার পুত্র আলামিন সানা এবং মৃত মনতেজ গাজীর পুত্র বাক্কার গাজী (৫৫) পালিয়ে যেতে সক্ষম হয়। এবিষয়ে মুন্সিগঞ্জ বন টহল ফাড়ির ওসি শেখ আছাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাতিনাখালি গ্রামের বাক্কার গাজীর বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংস সহ ইসমাইল গাজীকে আটক করা হয়। এ সময় বাক্কার গাজী পালিয়ে যায়। অপর দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম এর নেতৃত্বে কয়েক জন সদস্য দাতিনাখালি গ্রাম সংলগ্ন চুলা নদীতে অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকা ও ২০ কেজি হরিণের মাংস সহ শামিমকে আটক করে। এ সময় শাহ আলম সানা ও তার পুত্র আলামিন সানা এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি পালিয়ে যায়। এঘটনায় উভয় টহল ফাড়ির স্টেশন কর্মকর্তা বাদি হয়ে পৃথক পৃথক দুইটি মামলা করেন। পরবর্তীতে হরিণের মাংস কলা গাছিয়া টহল ফাঁড়িতে কেরাসিন মিশিয়ে মাটিতে পুতে নষ্ট করা হয়।