শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

এফএনএস বিদেশ : বেইজিংয়ে আগামী মঙ্গলবার থেকে আগামী বুধবার অনুষ্ঠিত ‘থার্ড বেল্ট অ্যান্ড রোড ফোরাম (বিআরএফ) ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’-এ যোগ দিতে চীন সফর করবেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। এরপর তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। গত শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স- হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিআরএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ‘কানেক্টিভিটি ইন অ্যান ওপেন গ্লোবাল ইকোনমি’ শীর্ষক হাই-লেভেল ফোরামে ভাষণ দেবেন। এ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কাকার। চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীদের পাশাপাশি বেশ কয়েকজন নেতাও এই ফোরামে যোগ দেবেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর সফরের কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেছেন, কাকার চীনা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ এবং কৃষি, স্বাস্থ্য, শিল্প, সবুজ জ¦ালানি এবং মহাকাশ প্রযুক্তি সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা করবেন। আসন্ন সফরের সময় এগুলো স্বাক্ষরিত হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, এই সফর পাকিস্তান ও চীনের মধ্যে চলমান শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতাকে ‘আয়রন ব্রাদার্স’ হিসেবে উন্নত করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পাকিস্তানের সীমান্তবর্তী জিনজিয়ান অঞ্চল এবং এই অঞ্চলের অন্যান্য আটটি দেশও সফর করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ফোরামে বেশ কয়েকজন বিদেশি নেতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, ‘রাষ্ট্রপতি শি জিনপিং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন এবং একটি মূল বক্তৃতা রাখবেন। এরপর তিনি ফোরামে উপস্থিত বিদেশি নেতাদের এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের নাস্তার আয়োজন করবেন।’ রাশিয়ার রাষ্ট্রপতি ভøাদিমির পুতিন বলেছেন, তিনি আগামী সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেবেন, যার জন্য চীন বুধবার তারিখ এবং সময় নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com