স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নৌকায় ভোট চেয়ে আ’লীগের উন্নয়ন ও সাফল্যর লিফলেট বিতরন করলেন আগামী নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। গতকাল বিকালে শহরের সদর হাসপাতাল মোড় ও সন্ধ্যায় সার্কিট হাউজ মোড়ে ব্যবসায়ী ও সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন কালে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু বলেন, আ’লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষের ভাদ্র উন্নয়নে কাজ করে। উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: শাহাজান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা অহেদুজ্জামান টিটু, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বাবু সানা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মো: কামরুল ইসলাম, এসময় আ’লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।