স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দিন দুপুরে বাসার ক্লপসিক্যাল গেটের তালা ভেঙ্গে বাসায় ঢোকার চেষ্টা। বাসায় মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল চোর চক্র। ঘটনাটি গতকাল বেলা ১২টায় শহরের এসপি বাংলো মোড় এলাকার এড. শহীদউল্লাহর বাসায়। এড. শহীদউল্লাহ বাসার সিসি ক্যামেরার বর্ননা দিয়ে দৈনিক দৃষ্টিপাত কে জানান, বাসায় ক্লপসিক্যাল গেটে তালা মেরে তাহার স্ত্রী ঘরের মধ্যে বিশ্রাম ছিলেন। বেলা ১২টায় একটি ভ্যান যোগে সংঘবদ্ধ চোরেরা বাসার সামনে আসেন এসময় কয়েক জন ভ্যানে বসে থাকে। বেশ কয়েকজন বাসার মুল ফটকে প্রবেশ করে ক্লপসিক্যাল গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় স্ত্রী ঘরের মধ্যে থেকে আওয়াজ করলে চোর সদস্যরা পালিয়ে যায়। ইতিপূর্বে ঐ বাসায় এমনি ভাবে তালা ভেঙ্গে স্বর্ণালংকার নগত অর্থ লুটে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। স্থানীয়রা জানান, প্রকাশ্য দিন দুপুরে তালা ভেঙ্গে চুরি করা হলে মানুষের বাসাবাড়ি নিরাপত্তা কোথায়। দিনে চুরির বিষয়ে এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় সৃষ্টি হলো দিনে এবং রাতে শহর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক চুরি সংঘটিত হচ্ছে। চোরচক্র দমনে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরার ভূক্ত ভুগিরা।