সাইদুর রহমান চঞ্চল ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ থেকে উৎসবমুখর পরিবেশ বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৯৫৮ জন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রদান করে ৮৫৯ জন। সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীক নিয়ে ৪৩৩ ভোট পেয়ে মনিরুজ্জামান মনি জয়লাভ করে। তার নিকটবর্তী প্রতিদ্বন্দী আবু সাঈদ আনারস প্রতীকে পেয়েছে ৪১০ ভোট। স্থায়ী সদস্য পদে আলমগীর হোসেন ফুটবল প্রতীকে ৪৩৬ ভোট পেয়ে জয়লাভ করে এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিবুল্লাহ মোরগ প্রতীকে পেয়েছে ৪০৫ ভোট। অস্থায়ী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন ও মহিলা সদস্য নিলুফা পারভীন। নির্বাচনে আটুলিয়া ইউপি চেয়ারম্যান ও পদ অধিকার বলে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু সালেহ বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ওসিসি প্রণব বিশ্বাস। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রিয়াজুল ইসলাম, নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।