স্টাফ রিপোর্টার ঃ স্বাধীনতার মহান স্থাপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ। শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পএস্তবক অর্পন। একই স্থান থেকে বর্ণাঢ্য র্যালী, সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমীতে কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদানের সরাসরি সম্প্রচার অবলোকন। একই স্থানে আলোচনা সভা, সেমিনার ও পুরস্কার বিতরন এবং সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সহকারী কমিশনার বাপ্পী দত্ত রনি।