শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

কুল্যায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথসভায় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যায় আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে কুল্যার মোড়ে পথা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুল্যার মোড় মোটর সাইকেল গ্যারেজ চত্বরে এ সভার আয়োজন করে এলাকাবাসী। কুল্যা পুলিশিং কমিটির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা ০৩ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের কাছে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে এবিএম মোস্তাকিম আরও বলেন, দেশ আজ উন্নয়নের দূর্বার গতিতে এগিয়ে চলেছে। আওয়ামীলীগ সরকার আজ সব ক্ষেত্রে বিজয় অর্জন করেছে। শত বাঁধা পেরিয়ে শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মান করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এর পরপরই মেট্রোরেল, বঙ্গবন্ধু কর্ণফুলি ট্যানেল নির্মান করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ভূমিহীনদের জমিসহ ঘর দিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ববতী ভাতা, শিশু ভাতা, শিক্ষা বৃত্তি সহ অসংখ্য ভাতা চালু করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রেশন কার্ড, টিসিবি কার্ড, ভিজিডি কার্ডের মাধ্যমে গরীব, অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন। এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক শ্রেনীর মানুষ সরকারের এসকল উন্নয়ন চোখে দেখতে পায়না। সাধারণ মানুষের মাঝে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরায় তাদের কাজ। গাছ কেটে, সড়ক অবরোধ করে, জ্বালাও পোড়াও করে শান্ত দেশকে অশান্ত করাই জামাত বিএনপি কাজ। মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে উন্নয়নের সরকার শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিতে সকলকে আহবান জানান আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। মটরসাইকেল চালক সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বুলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বুধহাটা কলেজিয়েট স্কুলের অবঃ অধ্যক্ষ দাউদ হোসেন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, আনোয়ার হোসেন, মিকাইল ইসলাম, সিরাজ হোসেন, শেখ আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুনছুর আলী, যুবলীগ নেতা এজদান আলী, সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, আশরাফ হোসেন, যুব কিশোর সংসদ সাধারণ সম্পাদক আবু সাইদ, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com