বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফের পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে গতকাল ১৭ অক্টোবর সকাল ১০টায় নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসায় পীর কেবলা খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর জীবনাদর্শন আলোচনা, মিলাদ শরীফ, পুরস্কার বিতরণী ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনষ্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান, আলহাজ্জ মোঃ এনামুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নুজরুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমাজ সেবক আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ ইলিয়াছ হোসেন, মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মোঃ খায়রুল হাসান প্রমূখ। আলহাজ্জ মোঃ আবুল ফজল ও মোঃ শুভ্র রেজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে মিলাদ শরীফ পরিচালনা করেন, নলতা আহ্ছানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ জোবায়ের হোসেন। দোয়া পরিচালনা করেন, মুফতি মাওঃ রহমতউল্লাহ। অনুষ্ঠানের শেষপ্রান্তে পীর কেবলার জন্ম থেকে ওফাত পর্যন্ত সমায়ের মধ্যে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও জীবনী থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও বৃক্ষ রোপন করা হয়।