স্টাফ রিপোর্টার ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল নানা কর্মসূচি পালন করেছে। অপরদিকে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) কে এম মাহবুব কবীরের নেতৃত্বে কালেক্টরেট চত্বরে নির্মিত পার্ক ও ভেষজ উদ্যানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন। পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন, মোঃ শামীম আহমেদ এনরোলমেন্ট অফিসার (ডি.আর.সি) টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, মোঃ শফিকুল ইসলাম এনরোলমেন্ট অফিসার, রুস্তম আলী এনরোলমেন্ট অফিসার, মোঃ জুয়েল রানা, ফিক্সিং ম্যান (ডি.এন.পি), মোঃ নাজমুল হাসান।