কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদে মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুকমার দাশ বা”চু,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম,শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্টানে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধাবৃন্দ, এনজিও কর্মিবৃন্দ প্রমুখ। অনুষ্টানে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দের মাঝে হাত ধোয়ার কেীশল শেখানো হয়। ছাত্রছাত্রীবৃন্দের মাঝে হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।