দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়। সকাল সাড়ে নয়টায় উপজেলা সদরে রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা, জন প্রতিনিধিরা সকাল দশটায় নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, হাজি কেয়াম উদ্দীন মহিলা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয় শেখ রাসেল দিবস।