পাটকেলঘাটা প্রতিনিধি ॥ গতকাল পাটকেলঘাটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর জনবীমার মৃত্যুর দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডেস্থ নিজস্ব অফিসে আবুল কালাম আজাদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শাখার ডিজিএম মোখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এজিএম মমতাজ বেগম, পাটকেলঘাটা শাখার ম্যানেজার লাভলী সুলতানা, ইউনিট ম্যানেজার জুলিখা খাতুন, শাহিন হোসেন, সুপার ভাইজার মো: আল মামুন প্রমুখ। প্রধান অতিথি বলেন, কায়েম খোলা গ্রামের রাকেশ মন্ডল গত কয়েকদিন পূর্বে মারা যান। আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ এ ১০ বছর মেয়াদী একটি জনবীমা করেন। কিন্তু ৪৩ হাজার টাকা জমা দেওয়ার পরে তিনি মারা যান। আমাদের জনবীমার শর্তসাপেক্ষে তার নমিনিকে ১ লক্ষ ৩৮ হাজার টাকার মৃত্যুর দাবীর চেক হস্তান্তর করলাম।