ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদকে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এবং বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন। এসময় বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা পূর্বে শহিদ শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।