স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম গতকাল সন্ধ্যা ৬টায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চলচ্চিত্রটি দেখতে যান। এসময় তিনি তরুণ প্রজন্মসহ সকল শ্রেণির মানুষকে জাতির মুক্তির সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে চলচ্চিত্রটি দেখার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শিমুন সামস, শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল ইসলাম মাসুম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির আহমেদ সুজন প্রমুখ। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।