ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী ও বড়দল গ্রামের মেম্বার মোঃ এনামূল হক খোকনের বিরুদ্ধে একই গ্রামের মোঃ শাহজান কারিকরের পুত্র মোঃ শরীফ আহমেদ তার ফেসবুক আইডি থেকে গত ১০ অক্টোবর একটি আপত্তিকর পোস্ট করে।উক্ত আপত্তিকর পোস্টে একই গ্রামের নওশের আলীর পুত্র মাহামুদ হাসান বাবলুসহ তার সাঙ্গপাঙ্গরা আজেবাজে কমেন্ট করে এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে।এ ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল বড়দল গ্রামের মেম্বার মোঃ এনামুল হক খোকন তাদের বিরুদ্ধে সাতক্ষীরার পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছেন। ইতোপূর্বেও মাহমুদ হাসান বাবলুর বিরুদ্ধে একই ধরনের অপরাধে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করলে সে লিখিত ভাবে মুচলেকা দিয়ে সে যাত্রায় রেহাই পায়।এছাড়া উক্ত মাহামুদ হাসান বাবলু পুলিশ বাহিনীতে চাকরি করাকালীন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় তাকে চাকুরীচ্যুত করা হয়। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ইউপি সদস্য মোঃ এনামূল হক খোকন।