মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে প্রাণীসম্পদ উন্নয়ন এসোসিয়েশনের আলোচনা সভা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০টায় প্রাণীসম্পদ অফিসে খামারিদের নিয়ে মোটিভেশনাল এবং খামার উন্নয়নের আলোচনা শেষে কমিটি গঠন করা হয়। উপজেলার সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নাহিদ নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। এসময় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কর্মকর্তা তোফায়েল হোসেন, এআই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব শেখ লুৎফর রহমানকে সভাপতি ও অরুন কুমার মন্ডলকে সাঃ সম্পাদক মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। একই সময় মুফতি সাজ্জাদ হোসেনকে কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে।