স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া শরাফপুর ও সাহস ইউনিয়নের সকল পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল বিকালে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ কাছে আর্থিক সহায়তা প্রদান কালে আ’লীগ নেতা অজয় সরকার বলেন সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার কেন বিকল্প নেই। মহামুক্তিযুদ্ধের মাধ্যমে ধর্ম নিরপক্ষে বাংলাদেশ আ’লীগ প্রতিষ্ঠা করেছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরাফপুর ইউপি আ’লীগের আহবায়ক এএইচএম ওবাইদুল্লাহ উপজেলা আ’লীগের নেতা রফিক শেখ, আ’লীগের নেতা রফিক শেখ, আ’লীগের নেতা শেখ আব্দুল জলিল, আজগর আলী, বক্কার সরদার, গিয়াস উদ্দীন, মজিদ সরদার, শ্যামা দাস, রাজিব দাশ, দিপু কুন্ডু সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।