স্টাফ রিপোর্টার ঃ ফিলিস্তীনির গাজায় ইসরাইল দীর্ঘ দিন ধরে মুসলমানদের উপর নির্যাতন করে আসছে। সাম্প্রতিক ইসরাইল গাজায় মুসলমানদের বিতাড়িত করার জন্য একের পর এক নির্মম নির্যাতনের ঘটনা অব্যাহত রেখেছে। কিন্তু সীমাহীন নির্যাতন উপেক্ষা করে মুসলমানরা আল আকসা মসজিদের পবিত্রতা রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। ইসরাইল প্রতিদিন নিরীহ ফিলিস্তীনিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বহু মুসলিম নারী, পুরুষ, শিশু সহ সকল বয়সের মানুষ হত্যা করেছে। রক্তাত্ব করেছে মুসলমানদের পবিত্র ভুমি গাজা। ফিলিস্তীনি নিহত শহীদ ও আহতদের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে সকল মসজিদে বিশেষ ও দোয়া ও রাষ্ট্রীয় ভাবে ১ দিনের শোক ঘোষনা করেছেন। সারা দেশের ন্যায় সাতক্ষীরা গতকাল জুমার নামাজের পূর্বে শহরের মেহেদীবাগ মাসজিদে কুবা কমপ্লেক্সে খুদবায় ফিলিস্তীনিদের চিত্র তুলে ধরে ইমাম আলোচনা করেন এবং জুমার জামাত শেষে বিশেষ দোয়ায় মিলিত হয়। এছাড়া ফিলিস্তীনি মুসলমানদের জন্য সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে সদর হাসপাতাল জামে মসজিদে পুলিশ লাইনস জামে মসজিদে, জেলা পরিষদ জামে মসজিদ, সদর থানা জামে মসজিদ সহ শহর ও সকল উপজেলা মসজিদে ফিলিস্তীনিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া সময় মসজিদে মসজিদে ধর্মপ্রান মুসলমানদের কান্নায় ভেঙ্গে পড়ে। সাতক্ষীরা মাসজিদে কুবা কমপ্লেক্সে দোয়া অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, উপদেষ্টা জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল করিম, কমিটির সদস্য শাহাদাৎ হোসেন, কাজী মিলন, আবু জাফর, আব্দুর রাজ্জাক, শফিকুল মোল্লা, গোলাম হোসেন, গোলাম রহমান, গোলাম মোস্তফা, মুয়াজ্জিন আব্দুস সবুর সহ বিপুল সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইমাম হাফেজ মাও: মাহমুদুর রহমান।