স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রবীন ব্যক্তিদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে গতকাল রাত্রে কাটিয়া মন্দির চত্বরে মন্দির কমিটির উপদেষ্টা দিনবন্ধু মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ, পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, অন্যান্য সংবর্ধিত অতিথিরা হলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা ডা: সুশান্ত ঘোষ, ভুধর চন্দ্র ঘোষ, পরিতোষ চক্রবর্তী, তৃপ্তি মোহন মল্লিক, এড. প্রসাদ কুমার সরকার, দীলিপ কুমার চ্যাটার্জী, সম্ভু নাথ দে, নির্মল কুমার দাশ, বিশ্বনাথ দত্ত, কালিপদ দত্ত, পতিত পাবন সাহা, পাগল চন্দ্র কর্মকার, চন্ডীদাশ দত্ত, দুলাল চন্দ্র, মোহন লাল হেনা, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, এসময় বিপুল সংখ্যক ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহ সভাপতি শংকর রায়।