স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনে ইসরায়েলের নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার জেলা হাফেজ পরিষদের আয়োজনে গতকাল বেলা ১১ টায় শহরের নিউমার্কেট সামনে জেলা জেলা হাফেজ পরিষদ সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল হোসেন, কোষাধ্যক্ষ হাফিজ রকিবুল, সাংগঠনিক সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, হাফেজ আলি ইমাম, হাফেজ মাওলানা আইয়ুব আলী, আল আমিন বিন মোস্তফা আরিফ বিল্লাহ, হাফেজ ইব্রাহিম আবেস কুতুব উদ্দিন, রোকনুজ্জামান বিপ্লবী, হাফেজ আব্দুল মজিদ, হাফেজ মুজাহিদ, হাফেজ আমির হামজা, হাফেজ কহিনুর, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, বাইতুল ফালা জামে মসজিদের সেক্রেটারি এস এম মোতালেব হোসেন। বক্তারা বলেন, ইসরাইল প্রতিদিন গাজায় নিরীহ মানুষকে হত্যা করছে। ধ্বংস করে দিচ্ছে বাসগৃহ মসজিদ সহ আশ্রয় কেন্দ্র। ফিলিস্তিনিরা খাদ্যের অভাবে অনাহারে দিনপাত করছেন। অনতিবিলম্বে ফিলিস্তিনিদের নির্যাতন বন্ধ করতে হবে। এসময় স্থানীয় বিপুল সংখ্যক হাফেজ বিভিন্ন মাদসার শিক্ষক শিক্ষার্থী ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আব্দুল হাকিম ও রুস্তম আলী তৌহিদী।