এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরন অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। “শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ” “সচেতন বনজীবি নিরাপদ সুন্দরবন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ এর আয়োজনে উপজেলার ৭১নং বুড়িগোয়ালিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিভিন্ন মধু খামার মালিকগন, মধু গবেষক, সুধীজন ও মৌয়ালীদের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ওয়ার্ল্ড টিমের সদস্য আবু জাফর, মধু বিশেষজ্ঞ আনোয়ার হোসেন, মৌয়াল লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্চ সহকারী বন সংরক্ষক এম এ হাসান। অনুষ্ঠান শেষে গাবুরা ইউনিয়নের পাশের্বমারী গ্রামের বাঘ বিধবা ময়না খাতুনের হাতে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। মৌমাছি অকৃত্রিম বন্ধু এই উপলক্ষে ছড়া লেখায় বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের সুমাইয়া, আলী হাসান ও আফরোজাকে পুরষ্কৃত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ওসি মনির হোসেন।