বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সোমবার রাত ৮টায় নকিপুর ক্রিকেট জয়েন্ট’স এর আয়োজনে নকিপুর জমিদার বাড়ি ক্রিকেট মাঠে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান এড. এসএম জহুরুল হায়দার বাবু, পলী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম সায়েদ-বীন-হায়দার রাজীব সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্ট উপলক্ষে নকিপুর জমিদারবাড়ির ক্রিকেট মাঠে সাবেক এবং বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের এক মিলনমেলায় পরিণত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে আটুলিয়া ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল রান ৫ উইকেটে ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। টুর্নামেন্টে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল ২৮ রানে আটুলিয়া ইউনিয়ন পরিষদ ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম শ্যামনগরের রাজু। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন টিম শ্যামনগরের সোহাগ। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকার চেক ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি প্রদান করা হয়। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আম্পায়ার আব্দুলাহ আল মামুন ও নুর হোসেন।