পাটকেলঘাটা প্রতিনিধি ॥ তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম-পিপিএম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু,তালা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন,দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার,সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার দুই থানাধীন ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে প্রতিটিতে বরাদ্দকৃত সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।