বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগরে থানা পুলিশের অভিযানে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ মাদক মামালার ৩ জন আসামী নিয়মিত মামলার ১ জন সহ জিআর/সিআর পরোয়ানাভুক্ত ৩ জন মোট ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত সহ বিভিন্ন সময়ে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক মামলার, জিআর/সিআর পরোয়ানাভুক্ত আসামী কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম গ্রামের মৃত বাহার আলী সরদারের পুত্র মোঃ কবির হোসেন (৩৮), একই গ্রামের শ্রীরাম পদ দাসের পুত্র হরিদাশ (২৮), শ্যামনগর বংশীপুর গ্রামের মৃত রুস্তম আলী গাজীর পুত্র মোঃ রাশেদুল ইসলাম (৩৩), পরানপুর গ্রামের আব্দুল তরফদারের পুত্র মোঃ আব্দুল কাদের তরফদার, গড় কুমারপুর গ্রামের মজিবর মোল্যার পুত্র এনামুল মোল্যা, নূরনগর গ্রামের আকবর হোসেনের পুত্র মোঃ মোশারফ হোসেন, পূর্ব বিড়ালক্ষী গ্রামের আব্দুস সাত্তার সরদারের পুত্র হাফিজুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য ৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ মাদক মামালার ৩ জন সহ বিভিন্ন মামলার ৭ আসামীদেরকে গ্রেপ্তারপূর্বক শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।