বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুলাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমূখ। আলোচনা সভায় ভোক্তা অধিকার কি, আইনের উদ্দেশ্য, আইন বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য, অপরাধ ও দন্ডসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।