স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা মায়ের বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম। গতকাল রাতে শহরের পুরাতন সাতক্ষীরা মন্দির চত্বরে জেলা মন্দির কমিটির সভাপতি এড সোমনাথ ব্যানাজীর সভাপতিত্বে প্রধান অতিথি রেঞ্জের ডিআইজি মইনুল হক বিপিএম পিপিএম বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, অতিঃ জেলা সার্বিক শেখ মনিরুল ইসলাম মইন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিঃ পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিকুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহ জেলার সকল উধ্বর্তন কর্মকর্তা এবং মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম মন্দিরে প্রবেশ করলে কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।