বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিনিয়ত ভাংগনে ইছামতি ও কালিন্দী নদী \ ছোট হয়ে আসছে সাতক্ষীরা \ বাংলাদেশ হারাচ্ছে ভূ—খন্ড \ স্থায়ী সমাধান জরুরী প্রয়োজন মেগা প্রকল্প গ্রহণ \ এখনই সময় দেবহাটা সর: পাইলট হাইস্কুলের শহীদ মিনার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ দেবহাটা রিপোটার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপনে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে গর্ভবতী গরু জবাই \গ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাতক্ষীরায় প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন ডুমুরিয়ার বিল ডাকাতিয়ায় সাড়ে ৪ হাজার হেক্টর আবাদী জমিতে বোরো চাষ অনিশ্চিত খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

চালকের দক্ষতায়ও বেঁচে যেতে পারে বহু মানুষের প্রাণ: জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্টস অথরিটি বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমানোর জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনা রোধে কোন পরিকল্পনাই যেন কাজে আসছে না। প্রতিদিন সড়কে প্রাণ ঝরছে অনেকের। দুর্ঘটনা রোধ করতে হলে চালক পথচারীর সচেতনতার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, সড়কে বের হলে প্রথমেই পরিবহনের সুবিধা অসুবিধা গুলি চেক করতে হবে। সড়কে চালকের দক্ষতা ও দায়িত্বশীলতা জন্য বেঁচে যেতে পারে বহু মানুষের প্রাণ। পরিবহন চালক পারে তার গাড়িতে সকল যাত্রীর দুর্ঘটনা থেকে রক্ষা করতে। সড়কে চলার সময় অবশ্যই সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে। শুধু চালক নয় সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিআরটিএর এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু,সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর শ্যামল কুমার চৌধুরী, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর,নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সভাপতি মোঃ দিদারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, জেলা শিক্ষা অফিসার শাজাহান কবির, সহকারি কমিশনার এনডিসি সজীব তালুকদার, সহকারি কমিশনার বাপ্পি দত্ত রনি সহ বাস মালিক সমিতির কর্মকর্তা ও বিভিন্ন গাড়ির ড্রাইভার উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন। এর পূর্বে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com