স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান ও দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক এসএম আবুল কালাম আজাদের মাতা পরিনা খাতুন আর নেই, তিনি গতকাল সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ৩ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: শাহাজান আলী, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, সহ বিপুল সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারীক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক এসএম আবুল কালামের মাতার মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতী দিয়েছেন। দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, মফস্বল বার্তা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ সম্পাদক জিএম ওমর ফারুক, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুরবুল আহমেদ, ম্যাশিং চিফ অপারেটর আমিরুল ইসলাম রয়েল, অফিস সহকারী আব্দুল আখের সহ দৈনিক দৃষ্টিপাত পরিবারের সদস্যরা।