পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় খান নাজমুল পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বই পাঠদান প্রতিযোগীতা গতকাল সারাদিন ব্যাপী লাইব্রেরীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লাইব্রেরীর সভাপতি মাষ্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে অধ্যক্ষ ইয়াছিন আলী লাকি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হলে বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। সমাজের সকল শিক্ষিত ব্যক্তির দায়িত্ব হলো অন্যদেরকে বই পাঠের উৎসাহ দেওয়া। বই পাঠ প্রতিযোগীতায় গুরুপে যারা বিজয়ী হয়েছে তারা হলো: ১ম মারুফ খান, ২য় হুসাইন আহমেদ, ৩য় সোনিয়া আক্তার। খ গ্রুপে ১ম রাজিয়া সুলতানা, ২য় সাইফুল ইসলাম খা, ৩য় সাদিক খা। গ গ্রুপে ১ম তাসকিয়া খাতুন, ২য় নুসরাত জাহান, ৩য় জাকারিয়া খান। প্রত্যেক প্রতিযোগীর হাতে উপহার স্বরুপ শিক্ষা উপকরনের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: সরফুদ্দীন শেখ, প্রভাষক আরিফুর রহমান, মাস্টার সাইফুর রহমান, সাংবাদিক নাজমুল হক খান, আব্দুল মালেক মাস্টার, শহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল মান্নান, প্রভাষক হায়দার আলী সরদার, অধ্যাপক খলিলুর রহমান, এড. আজহারুল ইসলাম, হায়দার আলী খান প্রমুখ।