এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (উন্নয়ন ও সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের সঞ্চালনায় এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, কৃষি কর্মকর্তা এসএম এনামুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকান্ড ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।