সোহরাব হোসেন শ্যামনগর মুন্সীগঞ্জ থেকে \ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেন্জে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মধু আহরণ কার্যক্রম। বনবিভাগ থেকে বৈধ পাশ নিয়ে মৌয়লরা মধু আহরণে সুন্দরবন যাত্রা শুরু করেছেন। বুড়িগোয়ালীনি ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান ৪টি স্টেশন থেকে মধু আহরণ অনুমতি নিয়ে সুন্দরবন বনে যাচ্ছেন।আর মৌয়ালদের নিরাপত্তা জন্য বনবিভাগের তরফ থেকে সকল নিরাপত্তা নিশ্চিত করেছেন। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম হাসান বলেন দেশে মধু উৎপাদন প্রধান জায়গা হলো সুন্দরবন। প্রতি বছর উপকুলীয় বিপুলসংখ্যক মৌয়ালীরা বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবন যান। মৌমাছিরা বিভিন্ন গাছে মধু চাক তৈরি করে খৈলসা, গরান, বাইন, গেওয়া ফুল থেকে। তবে প্রথমে খৈলসা মধু সংগ্রহের জন্য মৌয়লা ব্যস্ত হয়ে যায় কারন এ মধুর দাম সবচেয়ে বেশি। গত বছরের খৈলসা মধু কেজি বিক্রি হয়ে ছিল ১ হাজার। প্রতি বছর মধু সংগ্রহ হয় এপ্রিল মাসে কিন্তু এবার মার্চের ১৪ তারিখ থেকে পাশ ছেড়েছে। কারন মৌয়ালে বেশী মধু সংগ্রহ করবে এবং রাজস্ব বৃদ্ধি পাবে। আবার কিছু অসাধু মৌয়াল আছে তারা পাশের আগে চুরি করে মধু সংগ্রহ করতো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকে পাশ ছেড়েছে বনবিভাগ। মধু সংগ্রহ চলবে ২ মাস।