স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সোমবার মহা নবমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফিংড়ী, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়নসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি জাহিদ হোসেন, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক মোনায়েম হোসেন, সদস্য মহাদেব প্রমুখ। এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ অসম্প্রদায়িক চেতনার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। ধর্ম যার যার উৎসব হবে সবার। সকল ধর্মের মানুষ মিলেমিলে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। যারা বাধাসৃষ্টি করতে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে