শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিশু আলিফ ফরহাদ হত্যার চেষ্টা ঘটনায় আসামীদের স্বেচ্ছায় জবানবন্দি প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ দেবহাটা থানায় চাঞ্চল্যকার শিশু হত্যা চেষ্টার মামলা রুজু হওয়ার এক দিনের মধ্যে রহস্য উদঘাটন, ঘটনায় ব্যবহৃত চাকুসহ অন্যান্য আলামত জব্দ সহ ২ আসামী গ্রেফতার। জানাগেছে, মোঃ আলিফ ফারহানের পিতা মোঃ মহিউদ্দীন (৩০), বাদী হয়ে দেবহাটা থানায় অজ্ঞাতনামা আসামী করে এজাহার দায়ের করে। ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় দেবহাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা রুজুর একদিনের মধ্যে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর নের্তৃত্বে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল­াহ সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান ও থানার অফিসার ফোর্স এবং সাতক্ষীরা সদর থানার টিম গতকাল যৌথ অভিযান পরিচালনা করেন। মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ১। মোছাঃ রানী খাতুন (২২), স্বামী-আশরাফুজ্জামান \ লিমন, ২। মোঃ আশিকুজ্জামান \ ইমন (১৬) (আইনের সাথে সংঘর্ষে জড়িত শিশু), পিতা- মোঃ আব্দুল হাকিম সরদার, উভয় গ্রাম- চর বালিথা , উপজেলা/থানা- দেবহাটা, জেলা –সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে উক্ত ঘটনায় ব্যবহৃত চাকু এবং আসামীর রক্তমাখা স্যালোয়ার ও ওড়না জব্দ করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালতে স্বেচ্ছায় ঘটনার বিষয়ে ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে। উলে­খ্য গত ১৪ মার্চ দুপুরে দেবহাটা চর বালিথা আব্দুল হাকিমের বাড়ির পাশে মাটি খনন কৃত গর্তের মধ্য হইতে শিশু আলিফ কে দুই চোখ, মুখ গলায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে স্থানিয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সে খুলনা মেডিকেলে ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com