স্টাফ রিপোর্টার: ভবন থেকে পড়ে পঙ্গু হওয়া নির্মাণ শ্রমিক রাজু হোসেনের বাড়ি গিয়ে আর্থিক সহায়তা দিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু। বুধবার রাতে ইটাগাছা পশ্বিমপাড়ার শহর আলীর ছেলে নির্মাণ শ্রমিক রাজু হোসেনের চিকিৎসা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করেন। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা আমিনুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। শ্রমিকদের উন্নয়নে প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে নানান উদ্যোগ নিয়েছেন। দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান গুরুত্বপূর্ণ। এসময় পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল-আমিন সহ তার পরিবারের সদস্য’রা উপস্তিত ছিলেন।