শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

দেবহাটা সুশিলগাতী সর্ব সাধারনের জন্য উন্মুক্ত কবরস্থানটি পথের কারনে প্রতিবন্ধকতায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা সদরের পার্শ্ববর্তী গ্রাম সুশিলগাতীর বিশিষ্ট সমাজসেবক দানবীর আঃ হাকিম মিস্ত্রী ব্যক্তিগত অর্থায়নে ও গ্রামবাসির সহযোগগিতায় প্রায় এক বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেছেন সর্ব সাধারনের জন্য পবিত্র কবরস্থান, ভুমিহীন, নিঃস্ব সহায়সম্বলহীন, আশ্রয়হীন মানুষ মৃত্যু বরন করলে উক্ত কবরস্থানে বিনা খরচে দাফনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো মৃত মানুষকে দাফন করার জন্য খাটিয়া উক্ত কবরস্থানে বহন করার সময়ে সড়ক পথের সংকীর্ণতায় মৃতের খাটিয়া প্রতিবন্ধকতার মুখে পড়ছে যা কষ্টের বেদনার। দানবীর আঃ হাকিম মিস্ত্রী, সহ গ্রামবাসি দীর্ঘদিন যাবৎ কবরস্থানে যাতায়াত তথা মৃতের খাটিয়া বহন করনে সরকারি খাস সম্পত্তি ব্যবহার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সরকারি সম্পত্তি যাতায়াতের ক্ষেত্রে একটি মহল বাঁধা দিয়ে আসছে। গ্রামবাসি জানান দানবীর আঃ হাকিম মিস্ত্রী সরকারি তহবিলে অর্থ দিয়ে হলেও কবরস্থানে যাতায়াতের সম্প্রসারিত খাস যায়গা পেতে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে চলেছেন। মৃুত্যুর পর শেষ আশ্রয়স্থল কবরস্থান সর্বসাধারনের জন্য বিনা খরচে কবর স্থান প্রতিষ্ঠা করেও শধুমাত্র পথের জন্য বহুকষ্টে খাটিয়ায় মৃতকে বহন করতে হয়। দেবহাটার অন্যতম প্রবীন ব্যক্তিত্ব মরহুম আজি বাবুর সন্তান দানবীর আঃ হাকিম অশ্র“সিক্ত হয়ে দৃষ্টিপাত কে জানান, আমাদের সকলকে পরপারে যেতে হবে এটাই বাস্তবতা আমি সহ আমার গ্রামবাসী বিশেষ করে সর্বসাধারনের (অসহায়, দুঃস্থ) মানুষের মৃত্যুর পর বিনা খরচে দাফনের ব্যবস্থা করে যতটুকু স্বস্তি ও সুখ পেয়েছি সে অপেক্ষা পথের জন্য যন্ত্রনা ভোগ করছি। তিনি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক সহ সংশ্লিস্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com