দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ শারদীয় দূর্গা উৎসব দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বস্ত্র বিতরন করা হয়। সাম্প্রদায়িকতা নয় মানবতাই আমাদের চালিকাশক্তি এই শ্লোগানে মঙ্গলবার সকালে চালনা বাজার খান মার্কেট এলাকায় সনাতন ধর্মালম্বী গরীব শিশু বৃদ্ধ নারী পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মেজবাহ সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ মোজাফ্ফার হোসেন, আজগর হোসেন ছাব্বির, ব্লাড ব্যাংকের শেখ লোবজাহান, মিনতাজ মিনা গাজী, নুর ইসলাম বিশ্বাস, ফজলুল করিম নাঈম, ফাতেমা আক্তার, মালা কাজী, সবুজ চৌকিদার, নাঈম হোসেন, মোঃ আব্দুল্লাহ, রিয়া রায়, আকাশ রায়, রাশেদ হোসেন প্রমুখ। উল্লেখ্য ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক বিনা মূল্যে রক্তদান, অক্সিজেন সেবা, ভারসাম্যহীন মানুষদের পরিচ্ছন্নতা ও খাদ্য এবং নতুন পোষাক বিতরন, সকল ঈদ পূজায় খাদ্য ও ইফতার সামগ্রী, নতুন পোষাক বিতরনসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে আসছে।