বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা, স্বাস্থ্য সেবা ও ইউনিসেফের কর্মকর্তা, জনপ্রিতিনিধি ও সুশীল সমাজে নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষ যাতে সহজে স্বাস্থ্য সেবা নিতে পারে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। যার সুফল হিসেবে স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। এই স্বাস্থ্যসেবার মান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে ইউনিসেফের প্রকল্প শেষ হওয়ায় কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা দূর সময় পার করছে। তাদের এই সময় পাশে থেকে এবং স্বাস্থ্য সেবায় তাদেরকে যাতে ধরে রাখা যায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ মুলক বক্তব্য প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, ইউনিসেফের কর্মকর্তা সাহানাজ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালে বাবু প্রমুখ।