স্টাফ রিপোর্টার ঃ জেলা শহর সাতক্ষীরার ব্যস্ততম নিউ মার্কেট মোড়। শহরের সব বয়সের লোকজনের পরিচিতির পাশাপাশি জেলা সদরে আসা লোকজনের কাছে পরিচিত নাম চা দোকান মালিক শাহিন। প্রতিদিন কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে চা বানানো আর পরিবেশনের এক মহান সেবা দিয়ে চলা মানুষটি শুক্রবার রাতে মৃত্যু বরন করেছেন (৫০) (ইন্নালিল্লাহি….রাজিউন) না ফেরার দেশে যাওয়া আবাল বৃদ্ধ বনিতার প্রিয় মানুষ, প্রিয় মুখ শাহিনের অকাল প্রনয় মানতে পারছে না। দীর্ঘদিনের সেবা ও চা পানকারীরা হাসিমুখে অবলিলায় চা পরিবেশনে শাহিনের ক্লান্তি ছিলনা। প্রতিদিন শত শতমানুষকে চা পান করানো শাহীনের অর্থের প্রতি মায়া ছিল না। আর তাই কখনও চা পানকারীর কাছে পাওনা অর্থ চাইতে জোড়াজুড়ি করতেন না। শাহিনের মৃত্যু তার পরিবারকে কেবল শুন্যতায় বা শোকাহত করেনি শত সহস্র মানুষ শোকাহত প্রিয় স্বজন শাহিনের মৃত্যুতে।